ডিআইইউ প্রতিনিধি:
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে ২১ই জানুয়ারি (শুক্রবার) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব এর উদ্যোগে জাঁকজমকপূর্ণ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে তিনদিন ব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনালে একক ও দ্বৈত ক্যাটাগরি থেকে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত ২টি করে দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
টুর্নামেন্টের ফাইনালে একক ক্যাটাগরিতে ২৯ ব্যাচের রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ১০ ব্যাচের মাহীন এবং দ্বৈত ক্যাটাগরিতে ফাইনালে ১৪ ব্যাচের সৌরভ ও সিয়াম কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২৯ ব্যাচের রাশেদ ও জয়নাল।
খেলা শেষে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের ক্রীড়া সম্পাদক গাজী মাহমুদ হাসান বলেন, আগামীতে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নেতৃত্বে আরও ভালো কিছু হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।